নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর

আওয়ামী লীগের একাধিকবারের সংসদ সদস্য সদ্য প্রয়াত আব্দুল কুদ্দুসের আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ অক্টোবর ব্যালট পেপারে এই আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের ২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

আরও পড়ুন>> পুলিশী অভিযানে সাজেকে উদ্ধার হলো অপহৃত ঢাবি শিক্ষার্থী দ্বীপিতা

one pherma

এছাড়াও বৈঠকে ২০২৩ সালের আইন অনুযায়ী যারা ভোটার হতে পারে নাই তাদের মধ্যে চলতি বছরের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তারা ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন বলে সিদ্ধান্ত হয়।

গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা যান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us