বিকেলে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন শেখ হাসিনা

জি–২০ শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

Islami Bank

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশের সরকারপ্রধানের সঙ্গে অনুষ্ঠেয় এই বৈঠককে অনেক গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

আরও পড়ুন>> শনিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

দুই দেশের সরকারপ্রধানের এই বৈঠকে টাকা–রুপিতে লেনদেন সুগম করা, কৃষিখাতে গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও রেলপথের একাধিক প্রকল্পের উদ্বোধন করা হবে।

one pherma

আগামীকাল ৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। বাংলাদেশসহ ৯টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানকে এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জি–২০ শীর্ষ সম্মেলনের দুটি অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us