পোশাক থেকে পারফিউমের দাগ তোলার উপায়

পারফিউম বা সুগন্ধি না মাখলে যেন সাজ অসম্পূর্ণ থেকে যায়। পরিপাটি হওয়ার ক্ষেত্রে পোশাকের পাশাপাশি সুগন্ধিও বেশ গুরুত্বপূর্ণ। নারী-পুরুষ নির্বিশেষে এর প্রতি আসক্তি রয়েছে অনেকেরই। শরীরে ঘামের দুর্গন্ধ আটকাতে সুগন্ধির বিকল্প নেই।

তবে ভুল পদ্ধতিতে সুগন্ধি ব্যবহার করলে দামি পোশাকে অনেকসময় এর দাগ রয়ে যায়। ঘামে ভেজা পোশাক বাড়িতে এসে শুকোলেই সাদা সাদা দাগ দেখা যায় সুগন্ধি স্প্রে করা জায়গায়। কিছু সহজ কৌশল মেনে চললে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চলুন জেনে নিই বিস্তারিত-

বেকিং সোডা

কেক বানানো থেকে শুরু ঘরোয়া অনেক সমস্যায় কাজে আসে বেকিং সোডা। এমনকি পোশাক থেকে পারফিউমের দাগ দূর করতেও এটি ব্যবহার করতে পারেন। আধা কাপ পানিতে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। একটি ব্রাশ মিশ্রণ ডুবিয়ে পোশাকের দাগ পড়ে যাওয়া অংশে ভালো করে ঘষে কেচে নিন। দেখবেন, কাপড়ের দাগ উঠে গেছে।

আরও পড়ুন>> বাতিল হতে পারে ১৯২ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি

পাতিলেবু, ভিনেগার ও লবণ

পোশাক থেকে পারফিউমের দাগ উঠতে না চাইলে চিন্তার কোনও কারণ নেই। চেনা তিন ঘরোয়া উপকরণেই এই দাগ দূর হবে জামা থেকে। পাতিলেবুর রস, ভিনিগার আর লবণ এই তিনটি উপকরণ একসঙ্গে নিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। পোশাকের দাগ লাগা অংশে মিশ্রণটি মাখিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিলেই দাগ চলে যাবে।

ভিনেগার

বাড়িতে লেবু না থাকলেও সমস্যা নেই। কেবল ভিনেগার দিয়েই এই দাগ দূর করতে পারেন। ভিনেগারের সঙ্গে অল্প পানি মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। এরপর পোশাকের যে অংশে দাগ পড়েছে, সেখানে মিশ্রণটি মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। ঘণ্টাখানেক পর ভালো করে ঘষে ঘষে কেচে নিলেই জামা থেকে দাগ দূর হবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us