কলকাতায় কমছে বাংলাদেশি পর্যটক

প্রবাস ডেস্ক

প্রতিবেশী দেশ ভারতের কলকাতা বাংলাদেশি পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গা। সাম্প্রতিক সময়ে সেখানে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত কমেছে। এ কারণে দুশ্চিন্তায় পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা।

পদ্মা সেতু চালু হওয়ার পর কলকাতার নিউমার্কেট এলাকায় পর্যটকদের ভিড় অনেকটাই বেড়েছিল। কিন্তু গত কয়েকমাস ধরে বাংলাদেশি পর্যটকদের সেই ভিড় আর নেই। আশঙ্কাজনকহারে কমে গেছে পর্যটকদের যাতায়াত।

এ অবস্থায় পর্যটক না যাওয়ার কারণ খুঁজতে শুরু করেছে পর্যটন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে হোটেল পাড়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা সমস্যা খুঁজে সেগুলো সমাধান করতে জরুরি বৈঠক করেছেন।কথা বলল বাংলাদেশি পর্যটকদের সাথে সেখানে বাংলাদেশি পর্যটকদের ফেরাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন তারা।

আরও পড়ুন…মহারাষ্ট্রে নির্মাণাধীন ৪০তলা ভবনের লিফট ছিঁড়ে ৭ শ্রমিকের মৃত্যু

একজন ব্যবসায়ী বলেন, পর্যটক ফেরানোর বিষয়ে আমরা কয়েক সপ্তাহ ধরে কাজ করছি। বাংলাদেশি পর্যটকদের কী সমস্যা সেটা আমরা আন্তরিকভাবে খতিয়ে দেখার চেষ্টা করেছি।

জানা গেছে, বেশ কিছু জটিলতার কারণে কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমছে। তার মধ্যে রয়েছে নিউ মার্কেট এলাকায় ছিনতাই, বহিরাগতের উপস্থিতিসহ কিছু বিক্ষিপ্ত ঘটনা। এছাড়া পর্যটন মৌসুমে হোটেল না পাওয়া কিংবা অতিরিক্ত হোটেল ভাড়া নেওয়ারও অভিযোগ রয়েছে।

এমনও দেখা গেছে যে হোটেল ঘর না পেয়ে রাস্তায় রাত কাটাতে হয়েছে পর্যটকদের। তার ওপর রয়েছে বাংলাদেশি পর্যটকদের ভিসা সমস্যা। এসব কারণে নিউমার্কেটের মার্কুইস স্ট্রিট, কিডস স্ট্রিট, সদর স্ট্রিট, টটি লেনসহ আশপাশের এলাকা এখন পর্যটক শূন্য।

আরও পড়ুন…বৈঠকে ইমানুয়েল ম্যাক্রোঁ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এ অবস্থায় সমস্যা সমাধানে এবং যেসব বিক্ষিপ্ত ঘটনা ঘটছে সেগুলোও শূন্যে নামিয়ে আনতে কলকাতায় মতবিনিময় সভা করেছে ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশন, মার্কুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, হোটেল এবং রেস্তোরাঁ ওনার্স অ্যাসোসিয়েশন, নিউমার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশন।

সভায় বাংলাদেশি পর্যটকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার দাবি তুলে ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোতোষ কুমার সাহা বলেন, নিউমার্কেট এলাকা মূলত বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। কিন্তু ভিসা সমস্যার কারণে সম্প্রতি বাংলাদেশি পর্যটক কমে গেছে। ফলে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি জানান, কয়েক মাস আগেও দৈনিক ৭-৮ হাজার বাংলাদেশি পর্যটক ভারতে আসতেন। এদের মধ্যে অন্তত পাঁচ হাজার পর্যটকের ঠিকানা হতো নিউমার্কেট। এখন সেখানে ৫ শতাধিক পর্যটকও আসছেন না। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অভিবাসন দপ্তরেও বাংলাদেশি পর্যটকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

আরও পড়ুন…নির্বাচনের আগে বন্ধ হচ্ছে ভোটার নিবন্ধন

তবে নিউমার্কেটকে অসুরক্ষিত মানতে নারাজ কটন গ্যালারির কর্ণধার কামরুদ্দিন মালিক। তার ভাষ্য, ছোটখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে, এটা সত্যি। তবে সেই ঘটনাও যেন আর না ঘটে, সেটা নিশ্চিত করার জন্যই আমরা মিলিত হয়েছি।

বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে শিগগিরই পুরো নিউমার্কেট চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এর পাশাপাশি চালু করা হবে হেল্প ডেস্ক। কেউ যদি কোনো বিপদে পড়েন, ফোন করলেই তার সমস্যার সমাধান করা হবে।

সভায় হোটেল মালিকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি পর্যটকদের সুরক্ষায় নিউমার্কেট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এর পাশাপাশি মার্কেট অ্যাসোসিয়েশন এবং প্রশাসনের পক্ষ থেকে দুটি হেল্প ডেস্ক করা হবে।

কোনো বাংলাদেশি পর্যটক কোনোপ্রকার সমস্যার সম্মুখীন হলে হেল্প ডেস্কে ফোন করলেই ২৪ ঘণ্টা সহায়তা প্রদান করা হবে। এছাড়া বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা প্রাপ্তি যাতে আরও সহজ করা হয় সেজন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দেখা করার উদ্যোগ নেওয়া হবে।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us