সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরষ্কৃত

মতিউর রহমান,সরিষাবাড়ীঃ

জামালপুরের সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহি শতবর্ষি বিদ্যাপিট সরিষাবাড়ীর প্রাণ কেন্দ্রে অবস্থিত রাণি দিন মণি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়েজিত প্রতিযোগীতায় সরিষাবাড়ী উপজেলা ও জামালপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জণ ও পুরষ্কৃত হয়েছে।

Islami Bank

গত মে মাসের ২য় সপ্তাহে সরিষাবাড়ী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও ৩য় সপ্তাহে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলায় প্রতিযোগীতায় অংশ নিয়ে সকল ক্যাটাগরিতে সফলতা থাকায় আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জণ করে পুরষ্কার পাওয়ায় সরিষাবাড়ী শিক্ষাঙ্গনে বইছে আনন্দের জোয়ার।

আরও পড়ুন…নৌকার ভোট করায় যুবলীগ নেতাকে পায়ে গুলি করার অভিযোগ

সরিষাবাড়ী উপজেলা শিক্ষা অফিস ও আরডিএম স্কুল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত অবস্থান,জমির পরিমান, পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পাঠদান,শিক্ষার্থীর সংখ্যা, ক্রীড়া ও বিনোদন, পরিক্ষার ফলাফলসহ নির্ধারিত সকল বিষয়ে সফলতা অর্জণ করায় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে গঠিত কমিটি যাচাই বাছাই শেষে উপজেলা ও জেলা শিক্ষা অফিস উক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উপজেলা ও জেলা শিক্ষা অফিস পৃথক আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠান প্রধানের হাতে পুরষ্কার তুলে দেন।

one pherma

এ বিষয়ে আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক মাওলানা রজব আলী বলেন আমরা গর্বিত। নির্ধারিত সকল বিষয় সফলতার সাথে উর্ত্তীর্ণ হওয়া উপজেলা ও জেলা পর্য্যায়ে আমাদের প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব অর্জণ করায় ম্যানেজিং কমিটি শিক্ষক মন্ডলী শিক্ষা অফিস সুধি মন্ডলী শিক্ষার্থীবৃন্দ অভিভাবক মন্ডলীসহ সকলকে সাধুবাদ।

এ বিষয়ে ম্যানজিং কমিটির সভাপতি মেরিন প্রকৌশলী এমপি প্রার্থি মাহবুবুর রহমান হেলাল বলেন, উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করায় আমরা গর্বিত। শিক্ষক মন্ডলী শিক্ষার্থীবৃন্দ সুধি মন্ডলীসহ উপজেলা ও জেলা শিক্ষা অধিদপ্তরকে অসংখ্য ধন্যবাদ।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us