বিএনপি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না’সবুর

ইবাংলা প্রতিবেদক

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে

Islami Bank

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন…কাপ্তাই হ্রদে মাছ ধরতে নেমে জেলে নিখোঁজ; উদ্ধার তৎপরতা চলছে

বিকাল তিনটায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর পর থেকে দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় সমাবেশস্থল ও এর আশেপাশের এলাকা লোকে লোকারণ্যে পরিণত হয়। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সমাবেশে যোগ দিতে দেখা যায়।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দাউদকান্দি-তিতাস উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এ এলাকা সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজমুক্ত করে শতভাগ শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

one pherma

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, বশির আলম মিয়াজি, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজালাল।

আরও পড়ুন…অবশেষে এডিসি হারুনকে নিয়ে মুখ খুললেন সানজিদা

জেলা পরিষদের প্যানেল মেয়র জাহাঙ্গীর আলাম পলাশ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহজান খন্দকার ও জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজু ফকির।র উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছেনি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us