পরকিয়ায় বাধা দেয়ায় আত্মহত্যার চেষ্টা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে পরকিয়া প্রেমে বাধা দেয়ায় কিটনাশক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক সন্তানের জননী গৃহবধূ মরিয়ম বেগম (২২)। গতকাল বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

Islami Bank

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ বিলপাড় গ্রামের বাছেদের মেয়ে মরিয়ম বেগমের সঙ্গে একই গ্রামের ওসমান আলীর বিয়ে হয়ে। চার বছরের দাম্পত্য জীবনে তাদের দুই বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।

আরও পড়ুন…১৬ ঘন্টায় কাপ্তাই হ্রদ থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার

ওসমান ময়মনসিংহের একটি সুয়েটার কোম্পানীতে চাকুরী করার সুবাধপ স্ত্রী মরিয়ম বেগম বাপের বাড়ীতেই থাকতো। এই সুযোগে মরিয়ম পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে বলে তার শাশুড়ি গণমাধ্যমকে জানান।

one pherma

গত এক সপ্তাহ যাবৎ স্বামী ওসমান বাড়ীতে অবস্থান কালে স্ত্রীর পরকিয়ার বিষয়টি দৃষ্টি গোচর হয়। বুধবার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক ঘটনা ঘটে। একপর্যায়ে স্বামী শাসন করায় স্ত্রী মরিয়ম কিটনাশক পান করে আত্ম হত্যার চেষ্টা করে।

টের পেয়ে ওসমান মরিয়মকে দ্রুত সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে আসে। এ সময় তাকে পানি দিয়ে ওয়াশ করে পেট থেকে বিষ বের করার চেষ্টা করা হয় বলে জানা গেছে।

ওসমান আলী বলেন, আমি শাসন করায় আমার স্ত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বলেন, মরিয়মের পেট ওয়াশ করা হচ্ছে।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us