ঘাম ঝড়ানো জয় ব্রাজিলের

ক্রীড়াঙ্গন ডেস্ক

ব্রাজিল যেদিন ফর্মে থাকবে, সেদিন সারা বিশ্ব তাকিয়ে দেখবে। যেদিন তারা খেলতে পারবে না, সেদিন ব্যথিত হবে বিশ্বের তামাম ফুটবলপ্রেমীরা (Brazil beat Peru)। এটাই যেন ফুটবলের চিরন্তন সত্য।

Islami Bank

ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে কিছুদিন আগেই ঘাম ঝড়ানো জয় পেয়েছিলো ব্রাজিল। সেই ম্যাচে কেবল একমাত্র গোল ব্যবধানে জয় পেয়েছিল সেলেসাওরা। তবে এবারে সেই পেরুর জালেই ১৫ গোল ঠুকে দিয়েছে ব্রাজিল। কিন্তু সেই ম্যাচটি জাতীয় দলের নয়। সেটি অনূর্ধ্ব-২০ দলের।

আরও পড়ুন…‘কোনো কারণ ছাড়াই পণ্যের দাম বেড়েছে’

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পেরুকে ১৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিলের যুবারা। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের সেমিতে উঠে গেল ব্রাজিল।ব্রাজিল যেদিন ফর্মে থাকবে, সেদিন সারা বিশ্ব তাকিয়ে দেখবে। যেদিন তারা খেলতে পারবে না, সেদিন ব্যথিত হবে বিশ্বের তামাম ফুটবলপ্রেমীরা (Brazil beat Peru)। এটাই যেন ফুটবলের চিরন্তন সত্য।

one pherma

‘সুদামেরিকানো সাব-২০’ নামে পরিচিত এই প্রতিযোগিতায় ব্রাজিলের এই জয়টি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

এদিকে ব্রাজিলের জয়ের দিনে জয় পেয়েছে আর্জেন্টিনাও। ইকুয়েডরকে তারা হারিয়েছে ৫-০ ব্যবধানে। তাদেরও নিশ্চিত হয়েছে সেমি ফাইনাল। ইনডোর ফুটবলের এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ব্রাজিল। এখন পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে সেলসাওরা। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও তারা।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us