মধুপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে বুয়েট শিক্ষকের আর্থিক সহায়তা প্রদান
হাবিবুর রহমান, মধুপুর( টাঙ্গাইল) :
টাঙ্গাইলের মধুপুরের প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিদ্যালয় সুইড বাংলাদেশ আউশনারা শাখার চার প্রতিবন্ধী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। দুই বছর মেয়াদী সহায়তা প্রদানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে প্রথম কিস্তিতে ৬ মাসের সহায়তা হিসেবে প্রতি জনকে একহাজার টাকা করে প্রদান করা হয়। আর এ আর্থিক সহায়তা প্রদান করছেন প্রকৌলী বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তাহমিদুল এম আল হোসাইনী।
অধ্যাপক প্রদত্ত দরিদ্র বিকাশ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশ ও আউশনারা শাখার পরিচালনা পরিষদের সভাপতি ডা: মীর ফরহাদুল আলম (মনি), প্রধান শিক্ষক রাবেয়া নাসরিন, সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও সুইড বাংলাদেশ আউশনারা শাখার সুবিধাভোগী চারজন শিক্ষার্থী ।
প্রতিবন্ধী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে প্রতিমাসে ১ হাজার টাকা করে দুই বছর আর্থিক সহায়তা প্রদানের অংশ হিসেবে ছয় মাসের আর্থিক সহায়তা চেক সুইড বাংলাদেশ আউশনারা শাখার ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.