হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রনি (২০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে শাহজাহানপুর রেলওয়ে স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

Islami Bank

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন>> আমরা সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি: বাণিজ্যমন্ত্রী

one pherma

নিহতের খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, আজ ভোরের দিকে রনি তার বন্ধুদের নিয়ে কয়েকটি মোটরসাইকেলসহ মাওয়া ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ঢাকায় ফেরার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে রনির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয় এবং তার বন্ধু সাঈম সামান্য আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, রনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার জজ মিয়ার ছেলে ছিল। বর্তমানে সবুজবাগের সবুজ কানন ৪৩-২৮ নম্বর বাসায় থাকতো। চার ভাইয়ের মধ্যে রনি সবার ছোট।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us