“আসুন আমাদের নাগরিক অধিকার সম্পর্কে কথা বলি” শীর্ষক অনুষ্ঠান

ঝিনাইদহ সংবাদদাতাঃ

 “ভলেন্টিয়ার ফর বাংলাদেশ” (ভিবিডি) ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত “আসুন আমাদের নাগরিক অধিকার সম্পর্কে কথা বলি” শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে উদম্য তরুণদের নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা ও সংসদীয় পদ্ধতিতে বির্তক প্রতিযোগীতা-২০২৩ আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন…একাত্তরের পরাজিত শক্তি দেশের বিজয়ের ইতিহাস মুছে দিয়েছিল: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে ভিবিডি’র সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে কেশব চন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিম ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফজলে রাব্বি উপস্থিত ছিলেন। এসময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি তানভীর আহমেদ, অর্থ সম্পাদক অমৃতা বিশ্বাস এবং সংগঠনের নেতৃত্ববৃন্দ’সহ প্রায় অর্ধ-শতাধিক সেচ্ছাসেবী।

এসময় অধ্যাপক রেজাউল করিম বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্ম আরও সমৃদ্ধ হওয়া সম্ভব। এবং বির্তকের মাধ্যমে তোমরা যৌক্তিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে জ্ঞানের প্রসারতা ঘটাতে পারবে। এভাবে দেশ ও সমাজ প্রকৃতপক্ষে উপকৃত ও সমৃদ্ধ হতে পারবে।

অনুষ্ঠানে বির্তক প্রতিযোগীতায় শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঝিনাইদহের প্রতিনিধিগণ মুবিন, আশিকুর, সাদমান বিরোধী দল চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন…যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিনিধিগণ সায়েম, নাহিদ, সাকিব সরকারি দল রানারআপ হয়েছে। একই সঙ্গে উভয় দলের সেরা বিতর্কিক হিসেবে মো. শমসের মুবিন (বিরোধী দল) এবং সায়েম আহমেদ (সরকারি দল) বিবেচিত হন।

উল্লেখ্য, ভিবিডি ঝিনাইদহ শাখা তরুণদের মাঝে মুক্ত ধারার চিন্তা বিকাশের লক্ষ্যে এসডিজির ৪র্থ অভিষ্ট “গুণগত শিক্ষা” এর আওতায় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ আয়োজন করে।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us