পাহাড়ের খেলোয়াররা ক্রীড়াঙ্গনে অত্যন্ত দাপটের তাদের অবস্থান সুদৃঢ় করছে; যুব ও ক্রীড়া মন্ত্রী

আলমগীর মানিক,রাঙামাটি

দেশের ক্রীড়াঙ্গনকে সম্মৃদ্ধ করতে পার্বত্যাঞ্চলের সন্তানরা অত্যন্ত দাপটের সাথে তাদের অবস্থান সুদৃঢ় করছে মন্তব্য করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছানুসারেই দূর্গম পাহাড়ের ক্রীড়াঙ্গনের মেধাবী সন্তানদের খুজে বের করে আনতে সমতলের ন্যায় পার্বত্য চট্টগ্রামেও ঘরের কাছে খেলার মাঠ নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…ভারতকে ২৬৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

মন্ত্রী বলেন, খেলাধুলার ক্ষেত্রে পার্বত্যাঞ্চল তথা রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবানের খেলোয়ার ছাড়া জাতীয় পর্যায়ে দল গঠন করা একেবারে অসম্ভব।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাঙামাটিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইন্সটিউট এর মিলনায়তনে অনুষ্ঠিত নানিয়ারচর, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তি প্রস্তুর উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সরকার প্রথম পর্যায়ে রাঙমাটি সদর, লংগদু এবং কাপ্তাই উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম গড়ে দিয়েছে। বাঘাইছড়ি উপজেলাসহ অন্যান্য উপজেলায়ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে দেওয়া হবে।

one pherma

রাঙামাটিস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

আরও পড়ুন…নোয়াখালীতে সামাজিক সংগঠনের জলবায়ু ধর্মঘট

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর প্রকল্প পরিচালক মাহবুব মোর্শেদ খান।

এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী একযোগে নানিয়ারচর, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us