ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা

ইবাংলা প্রতিবেদক

ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২।

Islami Bank

এছাড়া ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ময়মনসিংহ জেলা। ভূমিকম্পের উৎপত্তিস্থল মুক্তাগাছ জেলা। রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। তবে এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

one pherma

এর আগে, গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us