শপথ নিলেন পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি কাজী ফয়েজ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। রোববার (১৭ সেপ্টেম্বর) রাজধানী ইসলামাবাদে আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়এতে বলা হয়।

শপথ অনুষ্ঠানে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এবং সেনাপ্রধান আসিম মুনির উপস্থিত ছিলেন। এ ছাড়া নতুন প্রধান বিচারপতির স্ত্রী সারিনা ইসাও এ সময় উপস্থিত ছিলেন।

কাজী ফয়েজের জন্ম ১৯৫৯ সালের ২৬ অক্টোবর। তার বাবা প্রয়াত কাজী মোহাম্মদ ঈসা পাকিস্তান আন্দোলনের সম্মুখ সারির সদস্য ছিলেন। তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

২০১৪ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন কাজী ফয়েজ ঈসা।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us