আড়াই কেজির ইলিশ বিক্রি হলো ১৩ হাজারে

কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে ইদ্রিসের জালে ধরা পড়ে আড়াই কেজি ওজনের ইলিশ। যা বিক্রি হয় ১৩ হাজার টাকায়। মাছটি রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে আসলে সামিরা ফিশের মাধ্যমে নিলাম ডাকে ১২ হাজার ৩৯ টাকায় কিনে নেন বশির গাজী নামে এক ব্যবসায়ী।

Islami Bank

জানা যায়, জেলের কাছ থেকে কেনার পর বশির নামে ওই ব্যবসায়ী অন্য এক ক্রেতার কাছে ইলিশটি ১৩ হাজার টাকায় বিক্রি করেন।

আরও পড়ুন…ঢাকায় ডেঙ্গু রোগী না পাঠানোর নির্দেশ

জেলে ইদ্রিস বলেন, সব সময় এত বড় মাছ সাধারণত পাওয়া যায় না। তবে বড় মাছ পেলে তার দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি আমরা।

one pherma

গাজী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. বশির গাজী বলেন, এতবড় মাছ এই বাজারে এখন তেমন একটা দেখা যায় না, তাই আমি নিলামের মাধ্যমে কিনেছি। পরে এক হাজার টাকা লাভে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us