১৫ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ১০৬ কোটি টাকা

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে দেশে ৭৩ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। ১০৯ টাকা ৫৪ পয়সা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ হাজার ১০৬ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৪ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

Islami Bank

রোববার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন>> ডেঙ্গুতে আরও ১৮ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড ভর্তি

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত ৬ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এই সময়ে দেশে ১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়াও অন্যান্য বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ দিনে সর্বমোট ৬৫ কোটি ৭ লাখ ১০ হাজার রেমিট্যান্স দেশে এসেছে।

one pherma

এদিকে, চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

এর আগে গত আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তারও আগে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এই হিসাবে এক মাসের ব্যবধানে ৩৭ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স কমেছিল।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us