খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীর খিলক্ষেতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় সোনার বাংলা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন>> পাবিপ্রবিতে র‌্যাগিংয়ের অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কার

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

এ ব্যাপারে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, খিলক্ষেতের  লা মেরিডিয়ান হোটেলের সামনের রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় সোনার বাংলা ট্রেনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ওই নারীর পরিচয় নিশ্চিত হতে পারিনি। প্রযুক্তি সহায়তায় ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us