আত্মহত্যা করেছেন ভারতীয় অভিনেতা বিজয়ের মেয়ে

বিনোদন ডেস্ক

আত্মহত্যা করেছেন দক্ষিণী অভিনেতা ও সংগীত পরিচালক বিজয় অ্যান্টনির ১৬ বছরের মেয়ে মীরা। আজ মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অভিনেতার চেন্নাইয়ের বাসায় তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

Islami Bank

মীরার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে চিকিৎসকদের ধারণা, বেশ কয়েকদিন ধরেই নাকি অবসাদে ভুগছিল মীরা। এরইমধ্যে মীরার মৃত্যুর তদন্ত করছে ভারতীয় পুলিশ।

আরও পড়ুন…অভিযান পরিচালনায় বিএনপির ৩ নেতাকর্মী গ্রেফতার

শিগগিরই বিজয়ের ‘রথম’ সিনেমাটি মু্ক্তি পাওয়ার কথা। প্রস্তুতিও চলছে জোর কদমে। এর মাঝে এই অঘটন। দিন কয়েক আগেই স্কুলে একটি পুরস্কার পেয়েছেন মীরা। সে সময় অভিনেতার স্ত্রী ফাতিমা মেয়েকে নিয়ে একটি পোস্টও দেন। যা এখন ভাইরাল সমাজমাধ্যমে। সেখানে মেয়ে মীরাকেই ফাতিমা তার শক্তির উৎস বলেন।

one pherma

বিজয় ও ফতিমার মীরা ছাড়াও আরও এক কন্যা সন্তান রয়েছে যার নাম লারা। সে মীরার থেকেও বয়সে ছোট। সুরকার বিজয়ের এই সন্তানহারা হওয়ার খবরে সমবেদনা জানিয়েছেন তার সতীর্থরা।

উল্লেখ্য, দক্ষিণ ভারতের খ্যাতিমান সংগীত পরিচালক ও অভিনেতা বিজয় তার দুই মেয়ে এবং স্ত্রীসহ চেন্নাইতে বসবাস করতেন। সেখানেরই একটি প্রাইভেট স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন মীরা।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us