বক্স অফিস জুড়ে ঝড় তোলা শাহরুখ খানের ‘জাওয়ান’ নিয়ে হঠাৎই শুরু হয়েছে বিতর্ক। শাহরুখ খানের হাত ধরেই দক্ষিণী সুপারস্টার নয়নতারা ‘জাওয়ান’এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। দর্শক থেকে সমালোচক সবাই মুগ্ধ ফোর্স ওয়ান হেড নর্মদা রাইয়ের অসাধারণ পারফরম্যান্সে। আগামিতে নয়নতারাকে আরও বেশি করে বলিউডের সিনেমায় দেখতে আগ্রহী সকলে। তবে আলোচনা উঠেছে জাওয়ান রিলিজের পর থেকেই নাকি ‘মুড অফ’ নয়নতারার। নতুন কোনও সিনেমার চিত্রনাট্য নিয়ে আপতত ভাবছেন না দক্ষিণী এই সুন্দরী। ‘জাওয়ান’ পরিচালক অ্যাটলির উপর নাকি ক্ষুব্ধ অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নয়নতারার ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, ‘অ্যাটলির উপর নয়নতারা বেজায় মনঃক্ষুণ্ন কারণ ফাইনাল এডিটে ওর বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। দীপিকা পাড়ুকোনের চরিত্রে বাড়ানো হয়েছে, অন্যদিকে নয়নতারাকে সাইডলাইন করা হয়েছে’।
আরও পড়ুন>> ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৮৯
নয়নতারার দাবি (যদি তা সত্যি হয়) অস্বীকার করার জো নেই! শুরু থেকেই জানানো হয়েছিল এই সিনেমায় ক্যামিও অ্যাপিয়ারেন্সে রয়েছেন দীপিকা পাড়ুকোন। যদিও সিনেমা দেখবার সময় অবাক হয়েছেন জাওয়ান-এ দীপিকার স্ক্রিন টাইম এবং চরিত্রের গুরুত্ব দেখে। শাহরুখের সঙ্গে দীপিকার রোম্যান্স থেকে ইমোশনাল মুহূর্ত রয়েছে সিনেমার বড় অংশ জুড়ে।
জাওয়ানে বিক্রম রাঠোরের স্ত্রী ঐশ্বর্য রাঠোরের ভূমিকায় দেখা মিলেছে দীপিকার। একদিকে তিনি শাহরুখের মা, আবার স্ত্রী! পাল্লায় বেশ ভারী ঐশ্বর্যের চরিত্রায়ন। নয়নতারার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ‘সেই কারণেই হয়ত আগামিতে বলিউড প্রোজেক্টে নয়নতারাকে দেখা নাও যেতে পারে, অন্তত খুব শীঘ্র তো নয়ই। দক্ষিণের লিডিং হিরোইন নয়নতারা, এমন আচরণ মোটেই পছন্দ হয়নি তার’।
সেই কারণেই হয়তো মুম্বাইতে অনুষ্ঠিত ‘জাওয়ান’-এর সাকসেস মিটে হাজির ছিলেন না নয়নতারা। এমনটিও বলছেন অনেকে। অথচ শাহরুখের পাশে বিরাজমান ছিলেন লাস্যময়ী দীপিকা পাড়ুকোন। নয়নতারার সেই ঘনিষ্ঠ অবশ্য সে কথা মানতে না-রাজ। তার মতে, নয়নতারা নিজের সিনেমার প্রচারানুষ্ঠানে যোগ দেন না। অতীতের তিক্ত অভিজ্ঞতার জেরেই এই সিদ্ধান্ত। নয়নতারার বিশ্বাস তার কাজ অভিনয় করা, প্রচার করা নয়।
দেশের বক্স অফিসে প্রতিদিনই নিত্যনতুন রেকর্ড গড়ছে ‘জাওয়ান’, বিশ্ব বক্স অফিসেও ১০০০ কোটির লক্ষ্যে দৌড়াচ্ছে শাহরুখের এই সিনেমা। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই সাফল্য নয়নতারার বলিউড কেরিয়ারকে সেভাবে প্রভাবিত করবে না।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.