ফিরলেন রিয়াদ ১ রানের আক্ষেপ নিয়ে

ক্রীড়াঙ্গন ডেস্ক

সবশেষ ইংল্যান্ড সিরিজে দলে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর বিশ্রামের নামে দল থেকে বাদ পড়েন তিনি। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে আবার জাতীয় দলে প্রত্যাবর্তন করেন রিয়াদ। প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়ায় ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।

Islami Bank

তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে দারুণ ব্যাট করছিলেন। কিন্তু মাত্র ১ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেন সাইলেন্ট কিলার।শনিবার (২৩ সেপ্টেম্বর) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৫৪ রান তাড়া করতে নেমে ৭০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক বাংলাদেশ।

আরও পড়ুন…রুশ মুদ্রায় বাণিজ্যের অনুমতি বাংলাদেশকে

one pherma

এরপর ব্যাট হাতে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের শুরু থেকেই কিছুটা আক্রমণাত্বক ভঙ্গিতে ব্যাট করেন তিনি। লুজ বলে যেমন ব্যাট চালাচ্ছিলেন, বিপদজনক বলে দেখেশুনে থাকছিলেন। কিন্তু ফালতু এক বলে ব্যাট চালিয়ে উইকেট বিলিয়ে দিলেন তিনি। অথচ চাইলেই এ বলটিকে বাউন্ডারির বাইরে পাঠাতেই পারতেন মাহমুদউল্লাহ।

নিউজিল্যান্ডের পার্ট টাইম স্পিনার কোল ম্যাকনকির বলে সজোরে ব্যাট চালান মাহমুদউল্লাহ। কিন্তু ফাইন লেগে থাকা ফিল্ডারের হাতে সরাসরি ক্যাচ দিয়ে বসেন তিনি! এতে ৭৬ বলের ইনিংসে ৪৯ রানে বিদায় নেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার বিদায়ে হয়ত বাংলাদেশের জয়ের আশাও শেষ। জয়ের জন্য এখনো প্রয়োজন ১০৬ রান। বাকি ৩ উইকেট।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us