জয় পেল বার্সা নয় মিনিটের রোমাঞ্চে

ক্রীড়াঙ্গন ডেস্ক

ঘরের মাঠে বার্সার হারটা প্রায় সুনিশ্চিতই ছিল। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা বার্সা শেষ নয় মিনিটে যা দেখালো সেটি ছিল রীতিমতো অবিশ্বাস্য।

সেল্টা ভিগোর বিপক্ষে নিশ্চিত হারের ম্যাচটি তারা জিতে নেয় ৩-২ ব্যবধানে। আর তাতেই জিরোনো ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল জাভি হার্নান্দেজের দল।

আরও পড়ুন…আকাশ হয়ে আছে মেঘাচ্ছন্ন

ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটেই পিছিয়ে পড়ে কাতালানরা। জর্গেন লারসেনের গোলে এগিয়ে যায় সফরকারীরা।দ্বিতীয়ার্ধে গোল শোধ করার বদলে উল্টো আরও একটি গোল হজম করে জাভি শীষ্যরা। ৭৬তম মিনিটে সেল্টার হয়ে দ্বিতীয় গোলটি করেন তাসোস ডভিকাস।

আপাতদৃষ্টিতে সে সময় মনে হচ্ছিল এই ম্যাচটিও হারতে যাচ্ছে কাতালানরা। কিন্তু কে জানত শেষ নয় মিনিটে তারা রচনা করবে নতুন এক উপাখ্যান।

বার্সার রোমাঞ্চকর প্রত্যাবর্তনের শুরুটা হয় ৮১তম মিনিটের মাথায়।জোয়াও ফেলিক্সের পাস থেকে বল বাগে নিয়ে জালের ঠিকানা খুঁজে নেন রবার্ট লেওয়ানভোডস্কি। চার মিনিট বাদেই কানসেলোর অ্যাসিস্টে সমতা ফেরান এই পোলিশ স্ট্রাইকার।

আরও পড়ুন…ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সেল্টার জাল কাঁপিয়ে গোল বের করে কানসেলো। গাভির দুর্দান্ত এক ক্রস থেকে পর্তুগিজ এই ডিফেন্ডার খুঁজে নেন জালের ঠিকানা। আর তাতেই শ্বাসরুদ্ধকর এক ম্যাচ শেষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us