নকল-র‌্যাগিং: একযোগে জবির অর্ধশতাধিক শিক্ষার্থীকে বহিষ্কার

পরীক্ষায় নকল করা, র‌্যাগিং ও শিক্ষার্থী নিপীড়নসহ নানান অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৬২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন>> বিশ্বকাপ খেলতে বিকেলে দেশ ছাড়ছে টাইগাররা

জানা গেছে, ভূমি ব্যবস্থাপনা ও আইন, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান এবং রসায়নসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে নকল করায় কারও এক সেমিস্টার, কারও দুই সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অপরাধে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিকুল ইসলাম আশিক নামে এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, অধিকাংশই পরীক্ষায় নকল করার জন্য বহিষ্কার হয়েছেন। কেউ নকল করলে এক সেমিস্টার বহিষ্কার করা হয়। আর যদি খাতা নেওয়ার সময় কোনো শিক্ষার্থী বাধা দেয়, তাহলে দুই সেমিস্টার বহিষ্কার করা হয়। এ ছাড়া অনেকের কাছে নকল পাওয়া গেছে; কিন্তু নকল করেনি এমন যারা আছে, তাদের কোর্স বাতিল করা হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us