জাতির মেরুদন্ড ঠিক রাখি আমরা তবুও কচুড়িপানার মত ভেসে বেড়াতে হচ্ছে: টুঙ্গিপাড়ায় জাতীয়করণ বঞ্চিত শিক্ষক সমিতি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটি, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া শাখার নেতৃবৃন্দ।

আজ ২৯শে সেপ্টেম্বর দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে বাংলাদেশ জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতর কেন্দ্রিয় কমিটির সভাপতির সভাপতিত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন…জিম্বাবুয়েতে সোনার খনি ধসে ৬ শ্রমিকের মৃত্যু

এরপর ফাতিহা পাঠ ও দুরুদ পাঠ শেষে ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালযয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৩ সালের পর অনেক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও তালিকায় প্রায় চার হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়।

ফলে এসব বিদ্যালয়ের শিক্ষকরা বেতন ভাতা সুবিধা এবং শিক্ষার্থীরা উপবৃত্তি ও টিফিন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমার অতি শিঘ্রই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিফিন দেওয়ার দাবি জানাই।

আরও পড়ুন…রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে: কাদের

এরপর জাতীয় করন বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ জাতির সমৃদ্ধির লক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us