রাজধানীর উত্তরায় খুনসহ ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম- মো. রফিক ও মো. নাসির। ডিএমপির উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা জানান, গত ২৭ সেপ্টেম্বর রাত অনুমান সাড়ে তিনটায় উত্তরা ৭নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কের ফ্লাইওভারে ওঠার সময়ে এক ছিনতাইকারী ধীরগতির চলন্ত পিকআপে ওঠে।
মোবাইল ও টাকা ছিনতাই করে পালানোর সময় গাড়িতে থাকা দেলোয়ার হোসেন তাকে ধরার চেষ্টা করলে ছিনতাইকারীর অন্য দুই সহযোগী এসে এলোপাতারি ছুরির আঘাতে দুই ভাইকে গুরুতর আহত করে মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন>> ডেঙ্গুতে আরও ১৪ মৃত্যু, হাসপাতালে ২৪২৫
ধ্বস্তাধ্বস্তির সময় ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোবাইল ঘটনাস্থলে পড়ে যায়। আহত দুই ভাইকে চিকিৎসার জন্য কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত অপর ভাই আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা হয়।
ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের মূলহোতা রফিককে দক্ষিণখানের একটি বস্তি থেকে এবং নাসিরকে মিরপুরের কচুক্ষেত সংলগ্ন সাগরিকা বস্তি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের অপরাধের কৌশল সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার রফিক ধীর গতির গাড়িকে টার্গেট করে খুব দ্রুত সময়ে গাড়িতে উঠে যায়। আর নাসিরসহ অন্যরা ছিনতাইকাজে বাধা বা ধরা পড়লে তাকে ছিনিয়ে নিতে ছুরিসহ অপেক্ষা করতে থাকে। এভাবে তারা রাজধানীর উত্তরা, এয়ারপোর্ট, আবদুল্লাহপুর, কুড়িল বিশ্বরোডসহ বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে।
তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেপ্তার রফিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি ও নাসিরের নামে ১টি মাদকের মামলা রয়েছে।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.