ইবি সাইন্স ক্লাবের একবছর পূর্তি উদযাপন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) সাইন্স ক্লাবের উদ্যোগে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এতে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

Islami Bank

রোববার (১ অক্টোবর) দুপুট ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ক্লাবের ম্যাগাজিনের প্রচ্ছদ উদ্বোধন করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: শাহজাহান আলী এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: মিনহাজউল হক।

আরও পড়ুন…মেঘনায় গুলিতে ২ জেলে ও হাতিয়ায় ১ যুবকসহ নিহত ৩

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো: শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আরমান হোসেন সহ সংগঠনটির প্রায় শতাধিক সদস্যবৃন্দ।

ইবি সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক আরমান হোসেইন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাচীন একটা ট্রেন্ড চালু ছিলো যে শিক্ষার্থীরা সংগঠনের মাধ্যমে কো-কারিকুলাম কর্মকান্ডের সাথে জড়িত ছিলো না। আমাদের সাইন্স ক্লাব এই প্রথা ভেঙে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে।

আমাদের চিন্তাভাবনা রয়েছে প্রতিবারই বছর শেষে একটা সাইন্স ফেস্ট আয়োজনের। এই ফেস্টে দেশে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হবে। বিভিন্ন ওয়ার্কশপ, বিজ্ঞান প্রদর্শনী সহ অন্যান্য আরো আয়োজন দিয়ে দুইদিনব্যাপী এই ফেস্ট আয়োজিত হবে।

one pherma

আরও পড়ুন…নিত্যপণ্যের দামে কারসাজি, ৭৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সংগঠনটির সভাপতি মো: শফিকুল ইসলাম বলেন, ইবি সাইন্স ক্লাবের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ঠিক এক বছর আগে বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান পচার ও প্রচারের লক্ষ্যে। তারই ধারাবাহিকতাই বছর জুড়ে নানান রকম কর্মকান্ডে সক্রিয় ছিলাম আমরা।

এছাড়াও তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিবন্ধন পাবো আমরা। আগামী বছরের শুরুতে সাইন্স ফেস্টিবল ২০২৪ অনুষ্ঠিত হবে।

এই জন্য তিনি প্রশাসনের নিকট সাহায্য কামনা করেছেন। উল্লেখ্য, আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কাঠগোলাপ এবং বটবৃক্ষ রোপণ করে ক্লাবের সদস্যবৃন্দ।

ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us