চতুর্থবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে বাঙলা কলেজে কমিটির বিকল্প নেই: সাদ্দাম

চতুর্থবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে বাঙলা কলেজে ছাত্রলীগের কমিটির বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

সোমবার (২ অক্টোবর) প্রায় তিন চার দশক পর অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে ছাত্রলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ মন্তব্য করেন।

সাদ্দাম হোসেন বলেন, তিন চার দশক পর বাঙলা কলেজ ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে, যা একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা জানি, ঢাকা শহরে রাজপথ নিরাপদ রাখতে, সন্ত্রাসী খুনি জঙ্গিবাদের তলপিবাহকদের চিরতরে পরাজিত করতে, মুক্তিযুদ্ধের চেতনায় শহরের তরুণকে ঐক্যবদ্ধ করতে এবং টানা চতুর্থবারের মতো দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে বাঙলা কলেজ শাখা কমিটি গঠনের কোনও বিকল্প নেই। আমরা দুই-তিন দিন আগে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীসভায় বলেছি, আগামী ১০০ দিন বাংলার রাজপথ দখলে রাখবে ছাত্রলীগ। আমরা ঘোষণা দিয়েছি, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখব। আমরা জানি, যেখানেই বাংলাদেশ ছাত্রলীগ গতিশীল রয়েছে সেখানেই শিক্ষার্থীদের অধিকার নিরাপদ রয়েছে।

আরও পড়ুন>> ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৯৬

বাঙলা কলেজ প্রতিষ্ঠার সময় মহান ভাষা সৈনিকেরা জড়িত ছিলেন উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি বলেন, একটি বাঙলা বিশ্ববিদ্যালয় করার অঙ্গিকার বাঙলা কলেজ প্রতিষ্ঠার মধ্যে ছিল। আজকের এই কর্মীসভার মধ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির কাছে উদাত্ত আহ্বান থাকবে, বাঙলা কলেজকে বাঙলা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করার। আমরা আহ্বান জানাব, সঠিক পরিকল্পনা ও রূপকল্প নিয়ে যেন এই বাঙলা কলেজকে বাঙলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়।

সম্প্রতি বাঙলা কলেজে বিএনপি-জামাতের হামলার বিষয়ে সাদ্দাম বলেন, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাঙলা কলেজের গেটে উর্দু কলেজ সাইনবোর্ড লাগিয়েছিল, তাদের উত্তরসূরিরাই সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে। কারণ তারা আমাদের বাংলা ভাষার চেতনায় বিশ্বাস করে না। এরা বাংলা ভাইয়ের চেতনায় বিশ্বাস করে।

ছাত্রলীগ সভাপতি বলেন, বাঙলা কলেজে যাদেরই নেতৃত্ব দেওয়া হবে, তাদের নেতৃত্বেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ সভাপতি ফুয়াদ হাসানসহ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে, কর্মীসভা ঘিরে দুপুর থেকেই কলেজ ছাত্রলীগের পথপ্রত্যাশী নেতাকর্মীরা লাল, নীল, সবুজসহ বিভিন্ন রং-বেরঙের গেঞ্জি ও ক্যাপ পরে কলেজ মাঠে জড়ো হন। এ ছাড়া, বাহারি রঙের শাড়ি পরে উপস্থিত থাকেন ছাত্রলীগের নারী কর্মীরা। কর্মীসভা ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি সুন্দর, গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত কমিটির প্রত্যাশা জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us