ফের শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ

তারকাদের দুই পক্ষের মারামারির ঘটনায় স্থগিত হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগ আবারও শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (৩ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সটের কর্মকর্তা অর্নিল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

Islami Bank

তিনি বলেন, সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশগ্রহণকারী আট দলের অধিনায়করা একসঙ্গে বসেছিলেন। তারা লিগটি আবারও শুরু করার ব্যাপারে সম্মত হয়েছেন। তারা আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন লিগের বাকি খেলাগুলোর আয়োজন করতে চাচ্ছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর তারিখ জানানো হবে।

আরও পড়ুন>> সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

one pherma

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ। কিন্তু দ্বিতীয় দিনেই খেলা চলাকালে দুই দলের সদস্যরা মারামারিতে জড়ান। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় লিগটি সাময়িক স্থগিত করা হয়। খেলা স্থগিত যাওয়ার কারণে গ্রুপ পর্যায়ের তিনটি, সেমিফাইনালের দুটি এবং ফাইনালসহ ছয়টি ম্যাচ বাকি ছিল। এখন সবগুলো ম্যাচ একদিনেই করার ইচ্ছা আয়োজকদের।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us