জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ বরগুনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বামনা উপজেলার রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইব্রাহিম খলিল।
এর আগে তিনি গত ৮ জুলাই ২০০৭ খ্রিঃ তারিখে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। ইব্রাহীম খলিল তিনি বিষয় ভিত্তিক ইংরেজি প্রশিক্ষণের একজন মাষ্টার ট্রেনার।
আরও পড়ুন…সেন্টমার্টিনে ফের আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক
তিনি গত বছরও বরগুনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।এ বিষয়ে ইব্রাহীম খলিল বলেন, বামনার প্রথম প্রধান শিক্ষক হিসেবে আমার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন।
তাও আবার পরপর দুই বার শেষ্ঠ নির্বাচিত হয়েছি। অবশ্যই এ অর্জনে আমি আনন্দিত । এ অর্জন আমার পেশা ও সমাজের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বরিশাল বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.