আজ হাসি দিবস, সারাদিন হাসুন

আজ ৬ অক্টোবর, বিশ্ব হাসি দিবস। এখনকার জটিল কঠিন জীবনে হাসির গুরুত্ব বোঝাতেই এই দিন উদ্‌যাপন। দিনটির ইতিহাসের সঙ্গেও কিন্তু জড়িয়ে ছিল ‘হাসি’র ইতিহাস।

Islami Bank

গত শতকের মাঝামাঝি আমেরিকার শিল্পী হার্ভে বল বিখ্যাত হয়েছিলেন সারা বিশ্বে। তার তৈরি হাসির ইমোজিই ছিল সেই খ্যাতির কারণ। বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এমন অনেক ইমোজি আমরা ব্যবহার করি।

আরও পড়ুন>> বৃষ্টির প্রভাবে কাঁচাবাজারে লাগামহীন দাম

এই ইমোজির পথিকৃৎ ছিলেন ম্যাসাচুসেটসের শিল্পী হার্ভে বল। ১৯৬৩ সালে এক ইনসুরেন্স সংস্থা তার সঙ্গে যোগাযোগ করে। কর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরির উপায় খুঁজছিল ওই সংস্থা।

one pherma

তখনই হলুদ ও কালোর মিশেলে এই ইমোজি তৈরি করেন হার্ভে বল। মাত্র ৪৫ ডলারের বিনিময়ে তা কিনে নেয় ইনসুরেন্স সংস্থা। ধীরে ধীরে খ্যাতি ছড়াতে থাকে এই ডিজাইনটির। হার্ভে বলের মনে হয়েছিল তার ডিজাইন নিয়ে মাত্রাছাড়া ব্যবসা চলছে।

তখনই তিনি প্রস্তাব দেন একটি হাসির দিবস পালন করা হোক। সেই দিন অন্তত কোনও ব্যবসায়িক উদ্দেশ্য থাকবে না। ১৯৯৯ সাল থেকে পালন করা হয় সেই দিন। হার্ভে বল ফাউন্ডেশন এই দিনটি নিয়ে নিয়মিত সচেতনতা প্রচার করে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us