নেদারল্যান্ডসের বোলিং তোপে ২৮৬ রানে অলআউট পাকিস্তান

ওয়ানডে বিশ্বকাপে আসরের দ্বিতীয় ম্যাচে ভ্যান বিক ও ভ্যান মেকেরানদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের টপ-অর্ডারের তিন ব্যাটারকে মাত্র ৩৮ রানের মধ্যেই তুলে নিয়েছিল নেদারল্যান্ডস। সেই ধাক্কা সামলে মিডল-অর্ডারের ব্যাটারদের ওপর ভর করে বড় পুঁজি পেয়েছে বাবর আজমের দল। ৪৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ফলে নেদারল্যান্ডস দলের টার্গেট দাঁড়ায় ২৮৭ রান।

শুক্রবার (৬ অক্টোবর) শুরু হয়েছে নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিশ্বকাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান ও শাকিল। দুজনেই করেছেন সমান ৬৮ রান করে।

আরও পড়ুন>> নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা চালালে জনগণ প্রতিহত করবে: তথ্যমন্ত্রী

হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিং নামে বাবর আজমের দল। দুই ওপেনার ফখর জামান ও ঈমাম উল হক মিলে দেখেশুনে শুরুটা করেন। কিন্তু, সেই জুটিকে বেশিক্ষণ টিকতে দেয়নি নেদারল্যান্ডস। দলীয় ১৫ রানেই তুলে নেয় ফখরের (১২) উইকেট। সময়ের সেরা ব্যাটার পাকিস্তান অধিনায়ক বাবরও ফিরে যান মাত্র পাঁচ রান করে। ঈমাম সাজঘরে ফেরেন ১৫ রানে। দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।

চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল মিলে ১২০ রানের জুটি গড়ে দলকে খাঁদের কিনারা থেকে টেনে তোলেন। কিন্তু, ৭৫ বলে ৬৮ রান করে রিজওয়ান এবং ৫২ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলে শাকিল বিদায় নিলে ফের একবার বিপদে পড়ে পাকিস্তান।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মোটামুটি লড়াইয়ের পুঁজি পান রিজওয়ানরা। শেষ দিকে নওয়াজের ইনিংস লড়াই করতে সাহায্য করে পাকিস্তানকে। নেওয়াজের ৩৯ রান ও শাদাব খানের ৩২ রানে ভর করে আড়াইশ ছাড়ানো পুঁজি পায় পাকিস্তান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us