সৌদিতে সাইনবোর্ড লাগাতে গিয়ে বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে ইউসুফ (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি সৌদি আরবে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় সৌদি আরবের আভা নামক শহরে কর্মরত অবস্থায় সাইনবোর্ড লাগাতে গিয়ে প্রবল বাতাসের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউসুফের স্বজনেরা।

আরও পড়ুন>> নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা চালালে জনগণ প্রতিহত করবে: তথ্যমন্ত্রী

নিহত ইউসুফ লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের মো. ইব্রাহিমের ছোট ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইউসুফের বড় ভাই আমিনুল ইসলাম রুবেল জানান, গত ২ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ। তিনি ভবনে সাইনবোর্ড লাগানোর কাজ করতেন। ঘটনার সময় একটি ভবনের সাইনবোর্ড লাগাতে ৩ তলার ছাদে ওঠে। এসময় বাতাসের তোড়ে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। বাড়িতে তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us