ইউরোপে হামাসের সমর্থনে আনন্দ মিছিল

ইসরায়েলে হামাসের হামলার ঘটনাকে বিভিন্নভাবে উদযাপন করছে ইউরোপের অভিবাসীরা। শনিবার (০৭ অক্টোবর) সকালে শুরু হওয়া এই হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ৩৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে হাজারেরও বেশি, যা আরও বাড়তে পারে।

টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, গ্রিসের শরণার্থী ক্যাম্পে অবস্থানরত ফিলিস্তিনি এবং অন্যান্য অভিবাসনপ্রত্যাশীরা হামাসের আক্রমণের পর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন।

আরও পড়ুন>> ইসরায়েলে বেশ কয়েকজন মার্কিনি নিহত, দাবি ব্লিঙ্কেনের

সেখানে অবস্থানরত বেশিরভাগ অভিবাসী সিরিয়া এবং ইরাকের বাসিন্দা। তারা ইসরায়েলে আক্রমণের খবর শুনে উল্লাস করে বলে উঠেন, ‘আল্লাহু আকবার’। খবর দ্য টেলিগ্রাফের।

অপরদিকে আরব বিশ্বের অনেক রাজ্যেই ইসরায়েলে হামলার ঘটনা উদযাপিত হয়েছে। হামাস এবং হিজবুল্লাহ সমর্থকরাও এই হামলার পক্ষে সমর্থন দিয়েছে। হামাসের এই অভিযানকে অভিবাদন জানিয়েছেন তেহরানও।

এছাড়া বৈরুতের দাহিয়াতে হিজবুল্লাহ সমর্থকরা হামাসের এই হামলার পক্ষে র‌্যালি বের করে এবং শ্লোগান দিয়ে বলে, ‘আমরাও আসছি।’ একই ধরনের উদযাপন দেখা গেছে বাগদাদ এবং ইরাকেও।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ফিলিস্তিনি সমর্থকরা বার্লিনের রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে। ব্রিটেনের অনেকেও সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের ওপর এই হামলার প্রতি সমর্থন জানিয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us