ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস ১০ কেজি ওজন কমিয়েছেন

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন।

Islami Bank

সম্প্রতি চা-বাগানের শ্রমিকদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও নিত্যদিনের গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’। পর্দায় চা-শ্রমিকদের জীবনকে ফুটিয়ে তুলতে সিনেমার শুটিং হয়েছে চায়ের শহর রাঙ্গুনিয়া ও শ্রীমঙ্গলে। ২০১৯-২০২০ অর্থবছরের সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন বন্ধন বিশ্বাস।

আরও পড়ুন…চিকিৎসাধীন প্রায় ৯ হাজার, ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

এতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন ও অপু বিশ্বাস। দুজনকেই পর্দায় দেখা যাবে চা-শ্রমিকের ভূমিকায়। শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষে মুক্তির জন্য প্রস্তুত ছায়াবৃক্ষ। সম্প্রতি মিলেছে সেন্সর ছাড়পত্র। আগামী নভেম্বরেই সিনেমাটি সারাদেশে মুক্তি দিতে চান নির্মাতা।

জানা যায়, সিনেমাটির দৃশ্যধারণ ২০২১ সালের শেষের দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। সাধারণত সিনেমায় অভিনয়শিল্পীদের মেকআপ করা হলেও এ সিনেমায় চরিত্রের প্রয়োজনে অভিনয় শিল্পীদের মুখে কালো রং ব্যবহার করে মেকডাউন করা হয়েছে।

ছায়াবৃক্ষ সিনেমায় নিরব অভিনয় করেছেন অনুপ চরিত্রে, অপু বিশ্বাসের চরিত্রের নাম তুলি। চরিত্রের প্রয়োজনে অপুকে ১০ কেজি ওজনও কমাতে হয়েছিল।

one pherma

আরও পড়ুন…প্রধানমন্ত্রী অবাধ, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন

ছায়াবৃক্ষ নিয়ে নিরব বলেন, চা-শ্রমিক হিসেবে আমাদের দেশে এক বিশাল জনগোষ্ঠী কাজ করছে। তাদের অনেক অজানা বিষয় জানা যাবে এ সিনেমায়। তাদের যাপিতজীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। আমি নিজেও তাদের সম্পর্কে নতুন অনেক কিছু জেনেছি।

আশা করি, দর্শক সিনেমাটি উপভোগ করবেন।অপু বিশ্বাস বলেন, গল্পটা খুব সুন্দর। সিনেমায় সাধারণত এমন গল্প দেখা যায় না। গল্প ও চরিত্রের প্রয়োজনেই নানা ধরনের প্রস্তুতি নিতে হয়েছিল আমাদের।

গায়ের রং কালো করতে হয়েছিল, ওজন কমাতে হয়েছিল। চা-শ্রমিকদের চালচলন রপ্ত করতে হয়েছিল। সব মিলিয়ে ভালো হয়েছে সিনেমাটি। আমি নিজেও খুব আশাবাদী ছায়াবৃক্ষ নিয়ে।

আরও পড়ুন…বাসার ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

দর্শকদেরও ভালো লাগবে।প্রসঙ্গত, নিরব-অপু ছাড়া আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ।
ইবাংলা এশা

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us