গোপনে মা হওয়া নিয়ে যা বললেন বিদ্যা বালান

বলিউডের আলোচিত অভিনেত্রী বিদ্যা বালান। অনেক দিন কোনো ছবি দেখা যায় না তাকে। এরই মধ্যে গোপনে মা হওয়ার গুঞ্জন উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে মেয়েকে আদর করছেন বিদ্যা।

Islami Bank

ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। এর ফলে অনুরাগীদের মধ্যে গুঞ্জন আরও বাড়তে থাকে। ভিডিও দেখে অনেকের মনে প্রশ্ন উঠেছে যে, অভিনেত্রী প্রায় বহু বছর ধরেই নাকি তার কন্য়া সন্তানকে লুকিয়ে রেখেছেন সবার নজর থেকে। এই গুঞ্জনের কথা শুনে সমালোচনা বন্ধ করতে অভিনেত্রী নিজেই মুখ খুললেন।

আরও পড়ুন>> জামিন পেলেন অধিকারের আদিলুর-এলান

one pherma

ভারতীয় এক গণমাধ্য়মকে বিদ্যা জানিয়েছেন, ভিডিওর ওই বাচ্চা মেয়েটি তার বোনের মেয়ে। তার নাম ইরা। বিদ্য়ার বোনের যমজ সন্তান একটি ছেলে, একটি মেয়ে।

স্বামী প্রযোজক হওয়ার বিশেষ সুবিধা পাওয়ার কথা উঠলে, বিদ্যা স্পষ্ট জানান, আমাদের মনে হয়েছিল, এটা আমাদের সম্পর্ককে অনেক সুস্থ রাখবে। বিয়েটা আমাদের দু’জনের কাছেই খুব গুরুত্বপূর্ণ। পেশাগত কারণে দ্বন্দ্ব হলে তার প্রভাব বিয়েতে পড়বে। সেই রিস্ক নিতে চাইনি। তাছাড়া আমার চেয়ে অন্য কোনো অভিনেতাকে বেশি গুরুত্ব দিলে তা সে যত বড়ই স্টার হোক না কেন, মেরিল স্ট্রিপ হলেও আমি কিছুতেই মেনে নিতে পারব না। সূত্র: আনন্দবাজার

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us