২২ অক্টোবর বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আগামী ২২ অক্টোবর রাজধানীসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Islami Bank

শনিবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে পাঠানো সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন>> কাওলায় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী

one pherma

বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি বছরের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী পূজার দিন ২২ অক্টোবর (রোববার) সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই দিন দে‌শের সব জুয়েলারি দোকান বন্ধ থাক‌বে।

এদিকে, আজ থেকে শুরু হয়েছে মহালয়া। আগামী ২০ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us