জ্বলে উঠলেন রহমানউল্লাহ গুরবাজ। খেলেন ৮০ রানের বিধ্বংসী ইনিংস। তার ৫৭ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৪ ছক্কার মার। রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে গুরবাজের মারমুখী ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৪ রানের পুঁজি পেয়েছে আফগানিস্তান।
আজ টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের শুরুটা ছিল অবিশ্বাস্য। উদ্বোধনী জুটিতে পেরিয়ে যায় শতরান। ১৬.৪ ওভারে গুরবাজ-ইব্রাহিম জারদানের প্রতিরোধ ভাঙেন আদিল রশিদ। আফগান স্পিনার আউট করেন ২৮ (৪৮ বলে) রান করা ইব্রাহিমকে। পরের ওভারে রশিদের দ্বিতীয় শিকার হন তিনে ব্যাটিং করতে নামা রহমত শাহ (৩)।
আরও পড়ুন>> দেশে ইন্টারনেট ব্যবহারকারী ১৩ কোটি
একই ওভারে রান আউট হন জ্বলে উঠা গুরবাজ। এরপর ইকরাম আলিখিল ছাড়া অন্য কোনো আফগান ব্যাটার লম্বা ইনিংস খেলতে পারেননি। আলিখিল ৬৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন। শেষদিকে রশিদ খান ২৩ এবং মুজির উর রহমান ২৮ রান করেন। ৪৯.৫ ওভারে থামে আফগানিস্তানের ইনিংস।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন আদিল রশিদ। পেসার মার্ক উড ২টি এবং রিস টপলি, লিয়াম লিভিংস্টোন ও জো রুট ১টি করে উইকেট পান।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.