৪৩তম বিসিএস ভাইভার ফল প্রকাশের তারিখ ঘোষণা

ইতোমধ্যে ৫ হাজার ৫৮৫ প্রার্থীর ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

Islami Bank

পিএসসি’র একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সোমবার (১৬ অক্টোবর) ৪৩তম বিসিএসের ৩১ কার্যদিবসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। ৩১ কার্যদিবসে ৫ হাজার ৫৮৫ জনের মৌখিক পরীক্ষা নেয়া শেষ হয়েছে। আরও ৪ হাজার ২০০ এর অধিক প্রার্থীর ভাইভা বাকি রয়েছে।

আরও পড়ুন>> ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘর থেকে মাসহ-দুই ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আরও জানায়, আগামী ২১ নভেম্বরের মধ্যে ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এরপর নম্বর ইনপুট দেয়াসহ অন্য কাজ করতে সাতদিন সময় নেয়া হবে। নম্বর গণনায় কোনো সমস্যা দেখা না দিলে নভেম্বরের শেষ সপ্তাহে ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

one pherma

এ প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানান, ৪৩তম বিসিএসের অর্ধেকের বেশি প্রার্থীর ভাইভা নেয়া শেষ হয়েছে। বাকিদের ভাইভাও দ্রুত শেষ করা হবে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেয়া হবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us