কেউ অংশ না নিলে নির্বাচন আটকে থাকবে না: ওবায়দুল কা‌দের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের সব নিয়ম মেনে যথাসম‌য়ে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।

Islami Bank

তিনি বলেন, নির্বাচনে বহু দল অংশ নেবে। একটা বা দুইটা দল অংশ না নিলে তা‌তে নির্বাচ‌নের কী ক্ষতি? এতে নির্বাচন কি অবৈধ হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না? কেউ অংশ না নিলে নির্বাচন আটকে থাকবে না।

বুধবার শেখ রাসেল দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আরও পড়ুন>> দুর্বল সরকার এখন দমননীতি গ্রহণ করেছে: রিজভী

one pherma

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইলেকশনে অংশ নেয়া আপনার অধিকার। এটা কারো দয়া নয়। তবে আপনি (নির্বাচনে) না এলে আমি কী করব? কেউ নিজের অধিকার যদি প্রয়োগ না করে, সেটার জন্য তারা দায়ী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, যা‌দের বিরু‌দ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, যারা অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের মামলায় জড়িত তাদের বিষয়ে ধারাবাহিকভাবে কাজ চলছে। তাদের গ্রেফতারি পরোয়ানা নতুন নয়। খুনের মামলা ও অস্ত্র মামলার আসামিদের আটক করা কি অপরাধ?

তিনি আরো ব‌লেন, জিয়াউর রহমানের বিএনপির হত্যার রাজনীতি এখনও শেষ হয়নি। সেই হত্যার রাজনীতি বাংলার মাটি থেকে নির্মূল করতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত আছে। শেখ রাসেলের মতো শিশুদের জন্য দেশকে সম্পূর্ণ নিরাপদ করে না তোলা পর্যন্ত আমাদের লড়াই চলবে

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us