ঢাকায় ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনালদিনহো। বুধবার বিকেল তিনটার কিছু সময় পর কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি।

Islami Bank

ঢাকায় পা রেখেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নেয়ার কথা রয়েছে তার। সেখান থেকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রোনালদিনহো।

আরও পড়ুন>> আরশের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ফারিন

one pherma

এ ছাড়া জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন। ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও সাক্ষাৎ করবেন তিনি।

কলকাতা হয়ে ঢাকায় এই ব্রাজিলিয়ান প্লেমেকারকে আনছে ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। ঢাকায় বিকেলে সফর শেষ করে রাতেই ফিরে যাওয়ার কথা রয়েছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলারের।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us