সারাদিন মেকআপ টিকিয়ে রাখার টিপস

দরজার কাছে কড়া নাড়ছে পুজো। আগামীকাল থেকেই শুরু ষষ্ঠী। আর প্রতিদিন প্রতিমা দেখতে সকাল টু রাত পর পর প্ল্যান করে নিয়েছেন অনেকেই। কিন্তু পুজোয় সারাদিন ধরে বিভিন্ন প্যান্ডেলে ঘোরাঘুরির জন্য প্রয়োজন এমন একটা মেকআপ যা সারাদিন আপনাকে রাখতে চিন্তামুক্ত। তাহলে চটপট শিখে নিন অল্প সময়ের করা যায় এমন মেকআপ যা থাকবেও অনেকক্ষণ।

Islami Bank

যারা মেকআপ করতে পটু তারা তো হামেশাই নানা রকম এক্সপেরিমেন্ট করেন, এটা সেটা দিয়ে লুক বদলান। অনেকে আবার অতটা ভালো পারেন না। এমনকি স্কিন টোনের সঙ্গে কোন ফাউন্ডেশন যাবে, স্মোকি আইজ কীভাবে বানানো যায় সেসব তো ছেড়েই দিন সামান্য কাজল কীভাবে পরতে হয় সেটাও জানেন না। তাই পুজোর আগে পুজোর মেকআপ শেখাটা খুব জরুরি।

আরও পড়ুন>> সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুজোর মেকআপ করার আগে মুখ ভালো করে পরিষ্কার করতে হবে। ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। এবার মুখে টোনার এবং তারপর সিরাম লাগান। সিরাম না লাগলেও ময়েশ্চারাইজার অবশ্যই লাগাবেন। স্কিন তৈরি না করে যদি মেকআপ করেন মেকআপ তো বসবেই না ভালো, উপরন্তু ত্বকের ক্ষতি হতে পারে। তাই ত্বককে আগে তৈরি করে নেওয়া প্রয়োজন।

one pherma

এবার পোর মিনিমাইজার লাগাতে পারেন, না হলে কেবল প্রাইমার লাগিয়ে নিন। তারপর মুখে যেখানে কালো দাগছোপ আছে সেই জায়গায় ডার্ক রঙের কনসিলার দিন। এবার সেটাকে ভালো করে মিশিয়ে ফাউন্ডেশন লাগান।

ফাউন্ডেশন লাগানো হয়ে গেলে এবার চোখের নিচে, ভ্রুর মাঝে, নাকের ওপর লাইট রঙের কনসিলার দিন। এবার এটাকেও ভালো করে মিশিয়ে ফেসপাউডার লাগিয়ে সেটাকে লক করে দিন। তারপর ব্রোঞ্জার দিয়ে গাল, নাকের দুই সাইড, কপালের ওপর, থুতনি এগুলো কেটে নিন। গালে দিয়ে দিন ব্লাশ। এবার সবটা ভালো করে মিশিয়ে মেকআপ ফিক্সার স্প্রে করুন।

সব শেষে ভ্রু আঁকুন আইব্রো পেন্সিল দিয়ে। তারপর চোখের ওপর পছন্দের আইশ্যাডো লাগিয়ে কাজল এবং লাইনার পরে নিন। ঠোঁটে লাগিয়ে নিন পছন্দ লিপস্টিক। ব্যাস তাহলেই রেডি আপনার পুজোর সাজ। এইভাবে সাজলে যেমন দ্রুত সাজ হয়ে যাবে তেমনই অনেকক্ষণ থাকবেও এই মেকআপ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us