২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল নেপাল

২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। রোববার সকালে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৪ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

Islami Bank

সংস্থাটি বলেছে, নেপালের স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিট ১৭ সেকেন্ডের সময় দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার।

আরও পড়ুন>> কোহলির ব্যাটে ভারতের টানা পঞ্চম জয়

one pherma

নেপালের আঘাত হানা প্রথম ভূমিকম্প সম্পর্কে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ভারতের ভূমিকম্প কেন্দ্র বলেছিল, ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয় ২২ অক্টোবর ২০২৩, ভারতীয় সময় সকাল ৭টা ২৪ মিনিট ২০ সেকেন্ডে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, রিখটার স্কেলে সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us