পটুয়াখালী-১ আসনে উপনির্বাচন ২৬ নভেম্বর

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ নভেম্বর এই আসনে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

Islami Bank

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের ২৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

আরও পড়ুন>> ট্রেন দুর্ঘটনা: পরিচয় মেলা ১৭ জনের মরদেহ হস্তান্তর

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সচ্ছ ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে। তবে আসনটিতে থাকছে না সিসি ক্যামেরা।

one pherma

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাশক।

সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

সংসদ সদস্যের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। সেই গেজেট ইসিতে এলে নির্বাচনের প্রস্তুতি শুরু করে সংস্থাটি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us