অভিনেতা রিচার্ড রাউন্ডট্রি মারা গেছেন

বিনোদন ডেস্ক

হলিউডের জনপ্রিয় অভিনেতা রিচার্ড রাউন্ডট্রি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

Islami Bank

জানা গেছে, দীর্ঘদিন অগ্ন্যাশয় ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন রিচার্ড রাউন্ডট্রি। মঙ্গলবার (২৪ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় অভিনেতার পাশে ছিলেন তার পরিবারের সদস্যরা।

আওে পড়ুন…নোয়াখালীতে ১৫ হাজার জাল টাকাসহ যুবক আটক

one pherma

রিচার্ড রাউন্ডট্রির ম্যনেজার প্যাট্রিক ম্যাকমিন এক বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, রিচার্ডের কাজ ও ক্যারিয়ার চলচ্চিত্রে আফ্রিকান আমেরিকান পুরুষদের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে।

শিল্পে তিনি যে প্রভাব ফেলেছিলেন তা অকল্পনীয়।প্রসঙ্গত, বিনোদন অঙ্গনে রিচার্ড রাউন্ডট্রির পথচলা শুরু ১৯৭১ সালে। সে বছর ‘হিট শ্যাফট’-এ অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
ইবাংলা এশা

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us