চিংড়ি-মাছ রফতানিতে নগদ সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা

হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছের পণ্য রফতানিতে নগদ সহায়তা (প্রণোদনা) দিতে নতুন নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। বুধবার (২৫ অক্টোবর) এই নীতিমালা জারি করা হয়।

Islami Bank

নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নগদ সহায়তার আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানের সার্টিফিকেট জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ বুধবার এই নির্দেশনা জারি করে তা অবিলম্বে বাস্তবায়নের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে।

আরও পড়ুন>> একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো মাউশি

one pherma

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রফতানি খাতে নগদ সহায়তার জন্য আবেদনকারী প্রতিষ্ঠানকে গভীর সমুদ্র থেকে উৎপাদিত হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রফতানির জন্য বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সদস্য অথবা বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের (বিএমএফএ) সদস্য হতে হবে।

এছাড়া এখন থেকে হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রফতানির বিপরীতে নগদ সহায়তার জন্য আবেদনপত্রের সঙ্গে বিএফএফইএ ও বিএমএফএ সার্টিফিকেট জমা দিতে হবে।

সংশ্লিষ্ট রফতানিকারক কোম্পানি মৎস্য অধিদফতর কর্তৃক যথাযথভাবে লাইসেন্সপ্রাপ্ত একটি মাছ রফতানিকারক কোম্পানি হতে হবে। নির্দেশনা জারির তারিখ থেকে পাঠানো পণ্যের ক্ষেত্রে এটি কার্যকর হবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us