বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ

২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ (২৮ অক্টোবর) শনিবার। এই গ্রহণ শনিবার দিবাগত রাতে শুরু হলেও শেষ হবে রবিবারে। বছরের শেষ চন্দ্রগ্রহণটি হবে অর্ধ চন্দ্রগ্রহণ।

জ্যোতির্বিজ্ঞানীরারা জানিয়েছেন ২৮ অক্টোবর শনিবার মধ্যরাতে এই গ্রহণ শুরু হবে। শেষ হবে ২৯ অক্টোবর রবিবার।

আরও পড়ুন>> বঙ্গবন্ধু টানেল নির্মাণ সরকারের সাহসী নেতৃত্বের দৃষ্টান্ত: রাষ্ট্রপতি

শনিবার রাতে উপচ্ছায় চন্দ্রগ্রহণ হবে। উপচ্ছায় চন্দ্রগ্রহণ হলো- পৃথিবীর অবস্থান যখন চাঁদ এবং সূর্যের মাঝামাঝিতে হয়, কিন্তু এই তিনটি (চাঁদ, সূর্য এবং পৃথিবী) এক সরলরেখায় অবস্থান করে না। এই উপচ্ছায় চন্দ্রগ্রহণের সময় চন্দ্রপৃষ্ঠের ওপর ছায়া পড়বে।

শনিবার চাঁদের অবস্থানের গতিকালে চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ায় প্রবেশ করবে না। তবে রোববার (২৯ অক্টোবর) চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ায় প্রবেশ করবে।

রবিবার চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মধ্য দিয়ে যাবে। যার ফলে চাঁদ সরাসরি পৃথিবী এবং সূর্যের সঙ্গে একই সরলরেখায় অবস্থান করবে। চাঁদ সূর্যের সরলরেখায় অবস্থানের কারণে পৃথিবীর প্রতিসরিত সূর্যালোকে চাঁদ লাল বর্ণ ধারণ করে; যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

এই চন্দ্রগ্রহণটি টেলিস্কোপ ছাড়াই দেখা যাবে। মধ্যরাতে বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ ছাড়াও ভারত, পশ্চিম প্রশান্ত মহাসাগর, অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ, আফ্রিকাসহ অনেক জায়গায় এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us