অবরোধে গণপরিবহন চলবে কিনা জানালো মালিক সমিতি

বিএনপি-জামায়াতের তিন দিনের ডাকা অবরোধ কর্মসূচিতে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

Islami Bank

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে মালিক-শ্রমিকদের যৌথসভায় এমন সিদ্ধান্ত হয়। পরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে গণপরিবহন চালানোর সিদ্ধান্তের কথা জানান।

এক দিনের হরতালে পালন শেষে গতকাল রোববার তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর রেলপথ, নৌপথ, রাজপথ সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় দলটি।

আরও পড়ুনবাসে আগুন দেয়া ভেস্ট পরা সেই যুবক শনাক্ত

one pherma

বিএনপির অবরোধ কর্মসূচির পরদিন জামায়াতে ইসলামীও অবরোধ কর্মসূচি ঘোষণা করে। তারাও বিএনপি ষোষিত তিন দিন একই কর্মসূচি পালন করার কথা জানায়।

এমন পরিস্থিতিতে পরিবহন চলাচল করবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সেখানে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচলে যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় সেজন্য ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us