সৈয়দপুরে মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলা চত্বরে স্থাপিত মডেল মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে তিনি এর ফলক উন্মোচন করেন এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

Islami Bank

এ উপলক্ষে মসজিদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও সানজিদা বেগম লাকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক প্রমুখ।

আরও পড়ুন‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে জিততেই হবে’

one pherma

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, ইসলামীক ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা সাদেকিন আলমসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কার্যালয়ের কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন এবং সাধারণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

তবে  মসজিদের কাজ এখনও সম্পন্ন হয়নি। বিশেষ করে লাইটিং ও মেঝের টাইলস লাগনো বাকি আছে। ১২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us