এবার শ্রীলঙ্কাকে হারিয়ে দিল আফগানরা

বিশ্বকাপের আফগানিস্তান চমক চলছেই। তাদের সবশেষ শিকার শ্রীলঙ্কা। সোমবার পুনেতে ব্যাটিং-বোলিং, দুই বিভাগের অলরাউন্ডার পারফরম্যান্সে অনায়াস জয় পেয়েছে আফগানরা। জিতেছে ৭ উইকেট ব্যবধানে। টুর্নামেন্টে এটা তাদের টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় জয়। এতে করে সেমিফাইনালের রেসে ভালোভাবেই টিকে রইল আফগানিস্তান।

Islami Bank

আজ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ২৪১ অলআউট হয় শ্রীলঙ্কা। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান। আফগানদের আরেকটি চমকপ্রদ পারফরম্যান্সে লঙ্কানদের জন্য কঠিন হয়ে গেল সেমিতে উঠার পথ।

আরও পড়ুন>>‘মানুষ’র প্রচারণায় বাংলাদেশে আসছেন জিৎ

রান তাড়ায় আফগানদের শুরুটা ছিল ভুলে যাওয়ার মতোই। দল রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন রহমানউল্রাহ গুরবাজ। ইনিংসের চতুর্থ বলে আফগান ওপেনারকে শিকার বানান দিলশাল মাদুসাঙ্কা। আরেক ওপেনার ইব্রাহিম জারদানকেও মাঠছাড়া করেন তিনি। ততক্ষণে শুরুর বিপদ সামাল দেয় আফগানিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে রহমত শাহকে সঙ্গে নিয়ে দলের খাতায় ৭৩ রান যোগ করেন ইব্রাহিম।

one pherma

আফগান ওপেনারের ব্যাট থেকে আসে ৩৯ রান। তার ৫৭ বলের ইনিংসে ছিল ৪ চার ও ১ ছক্কা। ইব্রাহিম আউট হওয়ার পর আফগানদের জয়ের পথ মসৃণ হয় রহমত ও হাসমতউল্লাহর ব্যাটে। দুজনেই তুলে নেন হাফসেঞ্চুরি। ৭৪ বলে ৭ চারে ৬২ রান করে সাজঘরে ফেরেন রহমত। তাকে আউট করেন কাসুন রাজিথা। এরপর হাসমতউল্লাহ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের অবিচ্ছিন্ন ১১১ রানের জুটিতে জয় নিশ্চিত হয় দলটির।

আফগান অধিনায়ক হাসমতউল্লাহ অপরাজিত ছিলেন ৫৮ রানে। তাদের ৭৪ বলের ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কার মার। আজমতউল্লাহও পৌঁছান হাফসেঞ্চুরির ঘরে। ৬৩ বলে ৭৩ রানের ইনিংস ৬ চার ও ৩ ছক্কায় সাজান তিনি। এই জয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে লিগপর্বের টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। শ্রীলঙ্কার এক ধাপ অবনমন হয়েছে। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us