অবরোধের ২ দিনে ২১টি আগুনের খবর জানাল ফায়ার সার্ভিস

বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ডাকা তিন দিন অবরোধের দ্বিতীয় দিন বুধবার পর্যন্ত সারাদেশে ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

Islami Bank

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ২১টি আগুন দেওয়ার সংবাদ পেয়েছে।

আরও পড়ুন>> অক্টোবরে রেমিট্যান্স বেড়ে ২ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই

এরমধ্যে ঢাকা শহরে পাঁচটি এবং গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও নারায়ণগঞ্জ-সহ ঢাকা বিভাগে ৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

one pherma

চট্টগ্রাম বিভাগে মোট ৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এগুলো ঘটেছে সীতাকুণ্ড, কর্ণফুলী ও রাঙ্গুনিয়া এলাকায়।

উত্তরবঙ্গে বগুড়া ও রাজশাহীতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে চারটি।

এ ছাড়া, রংপুর বিভাগের পার্বতীপুরে একটি আগুন দেয়ার ঘটনা ঘটছে বলে জানা গেছে। এ ঘটনায় ১০টি বাস, তিনটি কাভার্ড ভ্যান, তিনটি ট্রাক, একটি পিকআপ, একটি মোটরসাইকেল, দুটি বাণিজ্যিক পণ্যের শো রুম এবং একটি পুলিশ বক্স পুড়ে যায়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us