গিল-কোহলি-শ্রেয়াসের ব্যাটে রানপাহাড়ে ভারত

দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে তুলেন শুভমান গিল ও বিরাট কোহলি। দুজনে মিলে দলের খাতায় যোগ করেন ১৮৯ রান। তাদের গড়ে দেওয়া শক্ত প্ল্যাটফর্মে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শ্রেয়াস আইয়ার। তিনজনকেই সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে। গিল, কোহলি ও শ্রেয়াস আউট হয়েছেন যথাক্রমে ৯২, ৮৮ ও ৮২ রানে। তবে ব্যাটে ভর করে রানপাহাড়ে উঠেছে ভারত।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং পায় ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান করে স্বাগতিকরা। ম্যাচের বাকি অংশে বোলাররা তাদের সেরাটা দেখাতে পারলে সেমিফাইনাল নিশ্চিত করেই মাঠ ছাড়বে ভারত, যাদের সেরা চার নিশ্চিত করতে প্রয়োজন আর মাত্র দুই পয়েন্ট।

আরও পড়ুন>> ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে ইলিশ শিকারে নামছে জেলেরা

আজ ম্যাচের প্রথম বলে চার হাঁকিয়ে দলের রানের খাতা খুলেন রোহিত শর্মা। দিলশান মাদুসাঙ্কার পরের বলেই পথ হারান হারান ভারতীয় অধিনায়ক। বোল্ড হয়ে মাঠ ছাড়েন। তবে গিল-কোহলির ১৭৯ বলের প্রতিরোধে সঠিক পথেই ছিল স্বাগতিকরা। শচীনের মাঠে দুজনকেই সেঞ্চুরিবঞ্চিত করেন লঙ্কান পেসার মাদুসাঙ্কা।

ইনিংসের ৩০ ওভারে গিলকে আউট করেন লঙ্কান পেসার। ভারতীয় ওপেনারের ৯২ বলের ইনিংসে ছিল ১১ চার ও ২ ছক্কার মার। নিজের পরের ওভারে কোহলিকে মাঠ ছাড়া করেন মাদুসাঙ্কা। লিজেন্ডারি এই ব্যাটারের ৯৪ বলের ইনিংসে ছিল ১১টি চার। মাদুসাঙ্কার গতিতে সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন শ্রেয়াস আইয়ারও। তাকে শিকার বানিয়ে পাঁচ উইকেট শিকারের কোটা পূরন করেন তিনি।

ম্যাচে মাদুসাঙ্কা চতুর্থ শিকার হন সূর্যকুমার যাদব (১২)। ইনিংসের ৪৮তম ওভারে তার বলে ব্যাক-টু-ব্যাক ছয় হাঁকিয়ে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন শ্রেয়াস। তৃতীয় বলেও ছক্কা হাঁকানোর চেষ্টা আত্মহুতি ভারতীয় ব্যাটারের। ৫৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৮২ রান করেন তিনি। শ্রেয়াস এবং সূর্যকুমার ফেরার আগে ২১ রান করা লোকেশ রাহুলকে শিকার বানান দুসমান্থা চামিরা।

শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন রবীন্দ্র জাদেজা। ২৪ বলে ১টি করে চার-ছক্কায় ৩৫ রান করেন ভারতীয় এই স্পিন অলরাউন্ডার। ইনিংসের শেষ বলে তিনি রান আউট হন। ৫ উইকেট শিকারি মাদুসাঙ্কা ১০ ওভারে দিয়েছেন ৮০ রান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us